Skip to main content

Posts

Showing posts from June, 2021

আমাদের কথা

 কলকাতা ও তার আশেপাশের এলাকার  শ্রমজীবি মানুষের নানা সমস্যা ও সংগ্রামের চিত্র  তুলে ধরার উদ্দেশ্যে ২০১২ সালে আমাদের  'আরেকটা কলকাতা' পত্রিকার পথ চলা শুরু । নানা প্রতিকুলতার মাঝে,  অনিয়মিতভাবে হলেও,  মুদ্রিত আকারে এই পত্রিকা প্রকাশিত হয়েছে ।   কলকাতা কেন্দ্রীক নানা বিষয়ের সঙ্গে শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে,  রাজ্য ও জাতীয় স্তরের এরকম নানা রাজনৈতিক, অর্থনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক  বিষয় সংক্রান্ত  খবর ও মতামত তুলে ধরাও আমাদের লক্ষ্য ।  আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ।