২০০৬ থেকে ২০১১ সাল অবধি পশ্চিমবঙ্গে যেরকম একটা টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি তৈরী হয়েছিল আজ যেন আবার , সীমিতভাবে হলেও, তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে । সেই সময়ও সিপিএম নেতৃত্বাধীন তথাকথিত 'বামফ্রন্ট' বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ছিল । কিন্তু জনগণের একটা ব্যপক অংশের মধ্যেই ছিল সিপিএমের বিরুদ্ধে প্রবল ক্ষোভ । যা সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, রিজয়ানুর রহমানের মৃত্যুর প্রতিবাদে আন্দোলন সহ আরও নানা আন্দোলনের মাধ্যমে বিস্ফোরিত হয়েছিল । এখনও দেউচা পাঁচামি থেকে আনিস খানের হত্যার বিরুদ্ধে আন্দোলন - সব জায়গায় একই রকমের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে চলেছে । তখন ক্যাডার-বাহিনী , হার্মাদ-বাহিনী'কে ব্যবহার করে, সন্ত্রাস করে, সিপিএমকে নিজের সংসদীয় ক্ষমতা ধরে রাখতে হচ্ছিল । এখনও দেখা যাচ্ছে পঞ্চায়েত থেকে পুরসভা - সব জায়গায় তৃণমূলী ভৈরব-বাহিনীর রিগিং এবং সন্ত্রাস । সেদিনও আমরা দেখেছিলাম , বুদ্ধিজীবী হিসেবে পরিচিত একদল দালাল এবং সিপিএমের থেকে নানারকম সুবিধা পেয়ে ফুলেফেঁপে ওঠা কিছু মধ্যবিত্ত মানুষ কী ...