মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট, ৫০ বছর আগের বিখ্যাত মামলা Roe vs Wade--এ দেওয়া নিজের রায়, আজ নিজেই রদ করে দিয়েছে।
এর ফলে নারীদের গর্ভপাতের অধিকারের ওপর একটা বড় আঘাত নেমে আসবে বলে মনে করা হচ্ছে । এবার থেকে আমেরিকার বিভিন্ন রাজ্য নিজেদের ইচ্ছেমতো Abortion Law বা গর্ভপাত আইন তৈরী করতে পারবে।
দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টি শাসিত , রক্ষণশীল রাজ্যগুলি ক্রিশ্চিয়ান ধর্মীয় মৌলবাদীদের তুষ্ট করার জন্য গর্ভপাতের ওপর নানা বাধানিষেধ এনে নারীদের নিজেদের শরীরের ওপর অধিকারকে খর্ব করবে বলে আশঙ্কা । এমনকি গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধও হয়ে যেতে পারে অনেক রাজ্যে ।
Roe vs Wade যতদিন ছিল, ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট বা সমগ্র দেশের সরকারই একমাত্র গর্ভপাত নিয়ে আইন প্রণয়ন করতে পারতো। তার জোরেই এতদিন অবধি গর্ভপাতের অধিকার সুরক্ষিত ছিল ।
সারা পৃথিবী জুড়েই মানব সভ্যতা আজ পিছনের দিকে হাঁটছে । বিভিন্ন ধর্মের, বিভিন্ন রঙ-এর ধর্মীয় মৌলবাদীরা সক্রিয় হয়ে জনগণের মৌলিক অধিকার , গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত নামিয়ে আনছে।
আফঘানিস্থানের মত পিছিয়ে পড়া, সামন্ততান্ত্রিক দেশে শুধু নয়, তথাকথিত সভ্যতার পীঠস্থান, ব্যক্তি স্বাধীনতার স্বর্গ আমেরিকাতেও আজ মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত ।
বুর্জোয়া গণতান্ত্রিক দেশে যে সীমিত বুর্জোয়া স্বাধীনতাটুকুও মানুষ ভোগ করতেন, তাও আজ কেড়ে নেওয়া হচ্ছে। উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলিতে ফ্যাসিবাদের পদধ্বনি শুধু নয়, গর্জন শোনা যাচ্ছে।
ভারতবর্ষের হিন্দুত্ত্ব ফ্যাসিবাদীরাও এ বিষয়ে পিছিয়ে নেই। পোষাক, খাদ্যাভ্যাস থেকে শুরু করে নারী-পুরুষের ব্যক্তিগত সম্পর্ক - সবই এখন নির্ধারিত করে দেবে মৌলবাদের ধ্বজাধারীরা । সব দেশের সমাজেই পিতৃতান্ত্রিক মূল্যবোধ প্রবল মাত্রায় উপস্থিত থাকার কারণে নারীদের ওপর আক্রমণ নামিয়ে আনা তুলনামূলকভাবে সহজ । মার্কিন যুক্তরাষ্ট্রে, জনগণের সংগ্রামের, নারী অধিকারের জন্য সংগ্রামের দীর্ঘ ঐতিহ্য আছে বলে ওখানে হয়তো কড়া প্রতিরোধ হবে । ভারতের সমাজে ব্যক্তি অধিকারের ধারণা দুর্বল বলে এখানে এই বিষয়ে প্রতিরোধও কম হচ্ছে ।
অবিলম্বে সকল গণতান্ত্রিক, প্রগতিশীল মানুষকে,সামগ্রিক ভাবে জনগণের সব অংশের ব্যক্তি অধিকার রক্ষায় এবং বিশেষ ভাবে নারীদের ব্যক্তি অধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় হতে হবে।
কারণ আজ যদি অন্য কারও ব্যক্তি অধিকার হনন করা হয়, তবে আগামীকাল আমার ব্যক্তি অধিকারও হনন করা হতে পারে ।
।
Comments
Post a Comment